Principal Message
অধ্যক্ষ
গোপালপুর স্কুল এন্ড কলেজ
মণিরামপুর, যশোর।
যশোর জেলার মণিরামপুর উপজেলাধীন ১৩ নং খানপুর ইউনিয়নের অর্ন্তরগত গোপালপুর বাজার সংলগ্ন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গোপালপুর স্কুল এন্ড কলেজ অবস্থিত। ১৯৪০ সালে স্থাপিত এ প্রতিষ্ঠানটি ২০১২ সালে উচ্চ মাধ্যমিক পর্যায়ে উন্নীত হয়। গ্রামীন মনোরম পরিবেশে প্রাচীর বেষ্টিত বিস্তৃত খেলার মাঠের পশ্চিম ও উত্তর পাশদিয়ে নির্মিত পুরাতন ও নতুন অবকাঠামোগুলি মোটামুটি দৃশ্যমান। উপজেলার প্রথম ডিজিটাল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এখানে আছে একটি শেখ রাসেল ডিজিটাল ল্যাব, শেখ রাসেল স্কুল অব ফিউচার, বিজ্ঞানাগার, পাঠাগার, সততা স্টোর, একটি শিক্ষক মিলনায়তন ও প্রশস্ত হলরুম। পুরো ক্যাম্পাস, প্রশাসনিক কক্ষ ও শ্রেণি কক্ষ ৩০টি সিসি ক্যামেরা-দ্বারা নিয়ন্ত্রিত। দাপ্তরিক সকল কাজ অনলাইনের মাধ্যমে প্রতিষ্ঠান থেকে করা হয়। স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার ব্যবহার করে শিক্ষার্থীদের ভর্তি থেকে শুরু করে ফলাফল দেওয়া পর্যন্ত সকল কাজ প্রতিষ্ঠানের ওয়েবসাইট এর মাধ্যমে মোবাইল ম্যাসেজের মাধ্যমে জানোনো হয়। এ প্রতিষ্ঠানে বর্তমানে পাঁচ শতাধিক শিক্ষার্থী অধ্যয়নরত। ৪১ জন শিক্ষক কর্মচারি কর্মরত। শিক্ষক কর্মচারি ও শিক্ষার্থীদের রয়েছে নির্ধারিত ড্রেস কোড, ডিজিটাল হাজিরা ব্যবস্থা। পাবলিক পরীক্ষার ফলাফল মোটামুটি সন্তোষজনক। সকলকে সাথে নিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মানের প্রত্যয় ব্যক্ত করছি।